বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (১৯ অক্টোবর) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
জাপানে জোট সরকার গঠনে দুই দলের সমঝোতা
জাপানের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি (ইশিন) একত্রে জোট সরকার গঠনে সম্মত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) জাপানি সংবাদ সংস্থা কিওডো নিউজ এ তথ্য জানিয়েছে।
নন-ভেজ বিরিয়ানি দেওয়ায় রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে এক রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, নিরামিষ ভোজনকারী এক ক্রেতাকে ভুল করে নন-ভেজ বিরিয়ানি পরিবেশন করার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি হামাসও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে।
দ. কোরিয়ায় আত্মসমর্পণ করলেন উ. কোরিয়ার এক সেনা সদস্য
উত্তর কোরিয়ার এক সেনা সদস্য স্বেচ্ছায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করার পর তাকে আটক করেছে সিউল সেনাবাহিনী। রোববার (৯ অক্টোবর) এই ঘটনাটি ঘটেছে দুই কোরিয়ার মধ্যে কাঁটাতার ও মাইনপাতা সীমান্ত এলাকায়।
স্পেনে হ্যালোইনের সময় কালো বিড়াল দত্তক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা
স্পেনের উত্তর-পূর্ব কাতালোনিয়ার তেরাসা শহরে হ্যালোইনের সময় কালো বিড়াল দত্তক নেওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সম্ভাব্য অশুভ আচার রোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ল্যুভর মিউজিয়াম থেকে সোনার ৯ আইটেম নিয়ে গেছে ডাকাতরা
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে রোববার (১৯ অক্টোবর) সকালে এক অবিশ্বাস্য ডাকাতির ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা শেষে ধরা পড়ছে ইলিশ
বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নদীগুলোতে ইলিশ মাছ সেভাবে পাওয়া যাচ্ছিল না। এরপরেই ইলিশের প্রজনন যথাযথ পরিবেশ রক্ষা এবং মা ইলিশ সংরক্ষণের জন্য ১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সুন্দরবনের বিভিন্ন অঞ্চল এবং দীঘা থেকে জেলেদের ট্রলার পাড়ি দিয়েছিল বঙ্গোপসাগরে।
৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল, ৩৮ ফিলিস্তিনিকে হত্যা
বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, চলতি মাসের শুরুতে কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ৪৭ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ফলে ৩৮ ফিলিস্তিনি নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
ফিলিপাইনে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, একই পরিবারের পাঁচজনের মৃত্যু
ফিলিপাইনে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। পুলিশ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার দেশটির প্রধান দ্বীপ লুজনজুড়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ফেংশেনের তাণ্ডবে একটি পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।
এমএসএম/জিকেএস