মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২

16 hours ago 5

মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহত ইউপি সদস্যের নাম আক্তার শিকদার (৪৮)। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে। অপরজন হলেন সিরাজুল ইসলাম (৩৫)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী, পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার শিকদারের সঙ্গে একই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শুক্রবার ভোরে বাশগাড়ি এলাকায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুজন নিহত হন। আহতদের কালকিনির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার এসআই সুশিল বলেন, আক্তার শিকদার নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জিকেএস

Read Entire Article