মাদারীপুরে দেড় শতাধিক সিসি ক্যামেরা নষ্ট করেছে নাশকতাকারীরা

1 month ago 8

মাদারীপুরে নাশকতা চলাকালে দেড় শতাধিক সিসি ক্যামেরা নষ্ট করেছে দুর্বৃত্তরা। এসময় পুরো শহরজুড়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার (২৭ জুলাই) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৯ মে মাদারীপুরে সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। ৭০ লাখ টাকা ব্যয়ে শহরের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ২৬০টি অত্যাধুনিক ক্যামেরা বসানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো শহর সিসি ক্যামেরার আওতায় আসায় মানুষ খুশি হয়। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রোববার ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা, অগ্নিসংযোগের সময় শহরের দেড় শতাধিক সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, জজ আদালত, এলজিইডি অফিস, পুরানবাজার, ডিসি ব্রিজ, শকুনি লেকপাড়, বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানের ক্যামেরা নষ্ট করা হয়েছে। এসব এলাকার সিসি ক্যামেরার কোথাও বক্স, কোথাও ক্যামেরা, কোথাও সংযোগ নেই।

মাদারীপুরে দেড় শতাধিক সিসি ক্যামেরা নষ্ট করেছে নাশকতাকারীরা

শহরের বাসিন্দা মিঠু হোসেন জানান, সিসি ক্যামেরা বসানোর পর শহরের চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কমে গিয়েছিল। এগুলো নষ্ট হবার কারণে অপরাধীরা আবার সুযোগ পাবে। তাই দ্রুত ক্যামেরাগুলো মেরামতের দাবি জানাই।

সিসি ক্যামেরা মনিটরিং প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নিজেদের অপরাধ আড়াল করতে দেড় শতাধিক সিসি ক্যামেরা নষ্ট করেছে। তবে ক্যামেরা নষ্ট করার আগে তাদের ছবি রেকর্ড হয়ে আছে। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এমএস

Read Entire Article