মাদারীপুরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

1 month ago 13

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো, আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৫)। তারা একই গ্রামের সৌদি প্রবাসী সারোয়ার হোসেনের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল আব্দুর রহিম ও তার বড়বোন সাফানা আক্তার। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায় পরিবারের লোকজন দুই ভাইবোনকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন। এসময় তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই পরিবারে দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে এ ঘটনা ঘটে

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম

Read Entire Article