মানিকগঞ্জে ইরি-বোরো আবাদে খরচ বেড়েছে

3 hours ago 6

মানিকগঞ্জে ইরি-বোরো চাষে খরচ বেড়েছে। ডিজেল, সার, বীজ, চারা, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৪৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে ৪৮ হাজার ৭৬৪ হেক্টর জমিতে। ২০২৩-২০২৪ অর্থ বছরে চাষ হয়েছিল ৪৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে। ২০২২-২০২৩ অর্থ বছরে চাষ হয়েছিল ৪৮ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। মানিকগঞ্জের সাত উপজেলায় ইরি-বোরো ধান চাষ করা হয়। এসব জমিতে ব্রি ধান -২৯, ব্রি ধান -৫৮, ব্রি ধান -৮৮, ব্রি ধান-৮৯, ব্রি ধান- ৯২ জাতের ধান চাষ করা হয়। নতুন করে পরীক্ষামূলক কিছু জমিতে ব্রি ধান-১০০ ও ব্রি ধান-১০২ চাষ করা হয়েছে। এ বছর খরচ বাড়ার কারণে এ জেলার কৃষকরা অন্য ফসল চাষের দিকে বেশি ঝুঁকেছেন।

এদিকে শ্রমিকের মজুরিও বেড়েছে। পাশাপাশি কীটনাশক, বীজ, সার ও ডিজেলের দাম বাড়ায় গত বছরের তুলনায় বিঘাপ্রতি দুই হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বলে জানান কৃষকরা।

নবগ্রাম এলাকার কৃষক সমেজ শিকদার বলেন, ১০ বছর ধরে ইরি ধানের চাষ করি। গত বছর চার বিঘা জমিতে চাষ করেছিলাম। আর এ বছর ৩ বিঘা জমিতে চাষ করেছি। এ বছর খরচ একটু বেশি তাই একটু কমিয়ে দিয়েছি। নিজের কোনো জমি নাই অন্য লোকের জমি টাকা দিয়ে রেখে তারপর চাষাবাদ করতে হয়।

মানিকগঞ্জে ইরি-বোরো আবাদে খরচ বেড়েছে

আটিগ্রাম এলাকার রাজিব হোসেন জাগো নিউজকে বলেন, আমি লেখাপড়ার পাশাপাশি আমার বাবাকে কৃষি কাজে সহযোগিতা করি। এ বছর আমরা কোনো ফসলে তেমন টাকা পাইনি তাই বেশি ধান চাষ করতে পারিনি। সার, ডিজেল ও শ্রমিকের দামটা বেশি। গত বছর যে চারা ৪০০ টাকায় পাওয়া গেছে সেই চরার দাম এ বছর ১০০০-১২০০ টাকা।

আরমান মোল্লা জাগো নিউজকে বলেন, আমি ৬ বিঘা জমিতে ধান চাষ করেছি। গত বছর ৪ বিঘা জমিতে চাষ করেছিলাম। তাতে সারা বছরের খাওয়ার ধান রেখে ভালো লাভ হয়েছিল। এ বছর প্রতি বিঘায় ২-৩ হাজার টাকা বেশি খরচ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জাগো নিউজকে বলেন, জেলায় ইরি-বোরো ধান চাষ একটু দেরিতে হয়। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ৪৮ হাজার ৮৯৫ হেক্টর। তবে গত বছরের চাইতে খরচ বেড়ে যাওয়ায় কৃষক এ বছর একটু কম ইরি-বোরো ধান চাষ করেছেন।

মো. সজল আলী/আরএইচ/এএসএম

Read Entire Article