মানিকগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

13 hours ago 12

বিয়ের অনুষ্ঠানে এসে তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

জানা যায়, গত ৭ মার্চ সন্ধ্যায় শিশুটি তার পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। এক পর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মা বিষয়টি টের পান এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

শিশুটির পরিবার জানিয়েছে, তারা শিশুটির শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বিগ্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জাগো নিউজকে বলেন, তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে এলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। তারা সবাই নিজেদের আত্মীয়-স্বজন। পরে আজ একজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স ১৪ বছর। এখন সদর থানা হেফাজতে আছে সে।

এমএসজেএএল/এএমএ

Read Entire Article