কথায় আছে, 'গুরু মেলে ঘরে ঘরে/ শিষ্য মেলে কপাল জোরে'। অর্থাৎ যথার্থ জ্ঞান আহরণ করিবার মতো যোগ্যতাসম্পন্ন শিষ্য বা ছাত্র পাওয়া সহজ নহে। বড়বিদ্যা গ্রহণ করিবার মতো গুণ খুব বেশি শিষ্যের থাকে না। একইভাবে আমরা বলিতে পারি-'উত্তর মেলে পৃষ্ঠা জুড়ে/ প্রশ্ন মেলে যোজন দূরে'। অর্থাৎ ঠিকঠাক প্রশ্ন করিতেও অনেক যোগ্যতা লাগে। এই জন্য প্রশ্ন আমাদের মস্তিষ্কে থাকে না, শত শত মাইল দূরে থাকে। আমরা আসলে প্রশ্ন করিতে... বিস্তারিত