আদি ফোককে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। সেই সূত্রে ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘এটিএন ফোক ক্লাব’ নামের অনু্ষ্ঠানটি।
এরিমধ্যে বেশকিছু গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন দেশের গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীরা। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আছেন মান্নান মোহাম্মদ। সংগীত আয়োজনে তার সঙ্গে আছেন সানি মোহাম্মদ। সানি মোহাম্মদ... বিস্তারিত