মারিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

2 weeks ago 18

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার রাজধানীর মিরপুরের দক্ষিণ মনিপুরে বৈশাখী আবাসিক এলাকায় মারিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
 
রোববার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হবে বলে এতে জানানো হয়।

জেড এইচ সিকদার ওমেন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফয়সাল আহমেদ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শরদিন্দু শেখর রায় এ সময় চিকিৎসা প্রদান করবেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মারিয়াম নামের আট বছরের শিশুটি ইন্তেকাল করে। তার স্মৃতি ধরে রাখার জন্য পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তার নামানুসারে মারিয়াম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

মারিয়াম ৪৩৯/১ দক্ষিণ মনিপুর, মিরপুর নিবাসী মোহাম্মদ রেজাউর রহমান শাওনের একমাত্র সন্তান এবং মরহুম আব্দুল কুদ্দুস ও মরিয়ম বেগমের নাতনি।

Read Entire Article