মার্কিন বাহিনীর দিকে উড়ে গেল ভেনেজুয়েলার ২ যুদ্ধবিমান

13 hours ago 1

ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছে উড়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে তারা এই পদক্ষেপকে অত্যন্ত উসকানিমূলক বলে বর্ণনা করে। খবর আলজাজিরার। 

ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটল। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে আরও উসকানিমূলক পদক্ষেপ বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে। সতর্ক করে বলেছে, গাইডেড-ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহামের উপর দিয়ে ভেনেজুয়েলার বিমান উড়ে গেছে। আমাদের মাদক-সন্ত্রাসবিরোধী অভিযানে হস্তক্ষেপ করার প্রচেষ্টা এটি।

পেন্টাগন এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে আরও বলেছে, মাদুরো সরকারের দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছে উড়ে গেছে। ভেনেজুয়েলাকে মার্কিন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মাদক-সন্ত্রাসবিরোধী অভিযানে বাধা বা হস্তক্ষেপ করার জন্য আর কোনো প্রচেষ্টা না করার জন্য দৃঢ়ভাবে সতর্ক করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমস একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জেসন ডানহামের উপর দিয়ে দুটি ভেনেজুয়েলার এফ-১৬ যুদ্ধবিমান উড়ে গেছে। কিন্তু মার্কিন জাহাজটি বিমানটিকে আঘাত করেনি।

এর আগে দুই দিন আগে ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকার ওপর হামলা চালিয়েছে। মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার সাদা-কালো ড্রোন ফুটেজ শেয়ার করেন।

ট্রাম্প লিখেছেন, এই হামলায় ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি। দয়া করে এটিকে যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন এমন যে কারও জন্য সতর্কীকরণ হিসেবে ব্যবহার করুন। সাবধান!

Read Entire Article