মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

3 weeks ago 20

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজান বলেছেন, ‘মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ যা করতে পেরেছে, তা নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক রূপান্তরের দিকে ইঙ্গিত।’

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরে সিদ্ধার্থ ভারদারাজান বলেন, ‘বাংলাদেশ নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছে। ভবিষ্যতের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের ওপর আরোপ করা মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ যা করতে পেরেছে, তা নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক রূপান্তরের দিকে ইঙ্গিত করে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আশা করি, তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে।’

দুই দিনব্যাপী বেঙ্গল ডেলটা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

Read Entire Article