মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালী অধ্যায় রচনা করল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা। ব্যাংককে অনুষ্ঠিত এই আসরে ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬ পয়েন্ট। সাত দলের অংশগ্রহণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। এর আগে ভারত-ভুটান ম্যাচের ফলাফলের কারণে শিরোপা নির্ধারণে আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ভুটানের জয়ে সমীকরণ জটিল হলেও, শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় এনে দেয় প্রত্যাশিত সাফল্য। সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৬–১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৮টি গোল। টুর্নামেন্টে এটিই কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচে চারটি গোল করেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে। তার নেতৃত্বে টানা দুইবার সাফ ফুটবল ও এবার ফুটসাল শিরোপা জিতে নতুন এক মাই

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ইতিহাসে প্রথমবার আয়োজিত নারী ফুটসাল টুর্নামেন্টে স্বর্ণালী অধ্যায় রচনা করল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ ব্যবধানে বিধ্বস্ত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা। ব্যাংককে অনুষ্ঠিত এই আসরে ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬ পয়েন্ট। সাত দলের অংশগ্রহণে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। এর আগে ভারত-ভুটান ম্যাচের ফলাফলের কারণে শিরোপা নির্ধারণে আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ভুটানের জয়ে সমীকরণ জটিল হলেও, শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বড় জয় এনে দেয় প্রত্যাশিত সাফল্য। সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধেই ৬–১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দ্বিতীয়ার্ধে যোগ করে আরও ৮টি গোল। টুর্নামেন্টে এটিই কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচে চারটি গোল করেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে। তার নেতৃত্বে টানা দুইবার সাফ ফুটবল ও এবার ফুটসাল শিরোপা জিতে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টে বাংলাদেশ ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে শুরু, ভুটানের সঙ্গে ড্র, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের বিপক্ষে জয়—সব মিলিয়ে শেষ ম্যাচের আগেই শিরোপার খুব কাছে পৌঁছে যায় দলটি। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৩৮টি গোল করেছে এবং হজম করেছে মাত্র ৯টি। রক্ষণভাগের পাশাপাশি গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। পুরুষ বিভাগে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য না পেলেও, নারী ফুটসাল দলের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দেশের ফুটবলের জন্য বড় এক গর্বের উপলক্ষ হয়ে থাকল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow