মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ রাজধানী মালে সিটিতে ব্যাপক অভিযান পরিচালনা করে ৮১ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার এই অভিযানে ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তা, ৬৬ জন পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা অংশ নেয়।
ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, অভিযানের সময় মালে সিটির ৪৬৩টি স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ৯৩২ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়, যার মধ্যে ৮১ জনকে অবৈধ অভিবাসী হিসেবে আটক করা হয়।
এছাড়াও, বিদেশিদের অবৈধ ব্যবসার তথ্য পাওয়া যায়। ইমিগ্রেশন জানিয়েছে, এমন অন্তত ১০টি স্থানের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানটি চলমান জাতীয় পরিকল্পনার অংশ, যার মাধ্যমে অনিয়মিত বিদেশিদের শনাক্ত করে দ্রুত নির্বাসন দেওয়া হচ্ছে। এর আগে, রোববারের অভিযানে আরও ২৪ জন বিদেশিকে আটক করা হয়েছিল।
ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ জানান, এ অভিযান তিনটি ধাপে পরিচালিত হবে। শুধু অবৈধভাবে থাকা বিদেশিরাই নয় বরং বিদেশি ও স্থানীয়দের যৌথভাবে পরিচালিত অবৈধ ব্যবসার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অবৈধ ব্যবসার পেছনে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা জড়িত। তাই এ লড়াই সহজ নয়। তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যদি সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে কাজ করা হয়, তাহলেই এই প্রচেষ্টা সফল হবে।
এমআরএম/এএসএম