মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা থেকে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানব পাচারে জড়িত জাফর আলম নামে এক দালালকে আটক করা হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) রাত ৩টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া থেকে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ১৯ জনের একটি রোহিঙ্গা দলকে কচ্ছপিয়া পাহাড়ি এলাকার কয়েকটি বসতঘরে জড়ো করা হয়েছে। পরে নৌবাহিনীর টহল দলকে সঙ্গে নিয়ে কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাফর আলমের বসতবাড়ির পেছনে তাঁবু দিয়ে তৈরি ঘর থেকে ১৯ জনকে উদ্ধার করা হয়। পুলিশ জাফর আলমকেও আটক করে।
তিনি আরও বলেন, রোহিঙ্গারা উখিয়া-টেকনাফ থানাধীন বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। মানব পাচারে জড়িত আটক জাফর আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।