মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির ঘোষণা

3 months ago 25

স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০) ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। এ কর্মসূচি আগামী সোমবার (১৯ মে) থেকে শুরু হবে এবং কর্মসূচি চলবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত।

শুক্রবার (১৬ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এক বিবৃতিতে বলেছেন, যেসব বিদেশি নাগরিক বৈধ পাস ছাড়াই মালয়েশিয়া প্রবেশ করেছেন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছেন তারা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন এবং যারা তাদের প্রবেশ পাসের শর্তাবলি লঙ্ঘন করেছেন তাদের ৩০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে।

মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির ঘোষণা

এছাড়া একটি বিশেষ পাসের জন্য দিতে হবে ২০ রিঙ্গিত। ১৮ বছরের কম বয়সী বিদেশি শিশুরা যাদের পাস ছাড়া আনা হয়েছে তাদের বিশেষ পাস নিতে হবে ন।। তবে, তাদের অভিভাবকদের বিশেষ পাসের জন্য অর্থ দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মসূচির পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ বৃহৎ পরিসরে অভিযানও বৃদ্ধি করবে। অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং আবাসনে রাখা সব নিয়োগকর্তাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএম/এএসএম

Read Entire Article