মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৩ অবৈধ অভিবাসী গ্রেফতার

3 months ago 47

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৩ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শনিবার (১৭ মে) কুয়ালালামপুরের বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানের পর ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে ৯৬৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৭৩ জন বিদেশি এবং ৬৯১ জন মালয়েশিয়ান নাগরিক ছিলেন।

তিনি বলেন, যখন অভিযান চালানো হয় তখন তারা পালানোর চেষ্টা করেন এবং বেশ কয়েকজন বিদেশির উসকানিমূলক বক্তব্য পাওয়া যায়। তাদের মধ্যে কেউ কেউ পোশাক পরিবর্তনের ঘর, সিঁড়ির নিচে, টয়লেট এবং দোকানের মতো গোপন স্থানে লুকিয়ে ছিলেন। অনেকে দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুকিয়ে রাখেন।

আরও পড়ুন

জাফরি বলেন, এদিন ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, সিরিয়া, চীন এবং আফগানিস্তানের নাগরিকসহ মোট ১৪৩ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। গ্রেফতার অবৈধ অভিবাসীদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে। তাদের মধ্যে ১১০ জন পুরুষ এবং ৩৩ জন নারী।

তাদের বিরুদ্ধে অভিযোগ, পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করা, পাসের শর্ত লঙ্ঘন করা এবং অবৈধ নথি ব্যবহার করা। অভিযোগ তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য তাদের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায়, ১৫ মে পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ ৫ হাজারের বেশি অভিযান পরিচালনা করেছে এবং মোট ৩৪ হাজার ৬১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ এরই মধ্যে ঘোষণা করেছে, বৈধ কাগজপত্রবিহীন বিদেশিদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে ১৯ মে থেকে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম) শুরু হবে।

ইএ/জেআইএম

Read Entire Article