মালয়েশিয়ায় মসজিদের কাছে পড়ে থাকা ব্যাগ খুলে তাজ্জব মুসল্লি

2 months ago 8

মালয়েশিয়ায় একটি মসজিদের কাছে পড়েছিল প্লাস্টিক ব্যাগটি। অনেকেই সেটি ময়লা-আবর্জনা ভেবে এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্যাগে নাড়াচড়া দেখে সেটি খুলতেই সবাই অবাক। 

সংবাদমাধ্যম মালয়-মেইলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ জুন) রাতে কুয়ালা সেলাঙ্গরের কাম্পুং আপি-আপিতে একটি মসজিদের কাছে রাস্তার ধারে প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। সেটিতে মোড়ানো একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কুয়ালা সেলাঙ্গরের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট আজাহারউদ্দিন তাজুদিন জানান, রাত ৯টা ১১ মিনিটের দিকে সুঙ্গাই বুলোহ হাসপাতাল পুলিশকে এই উদ্ধারের খবর দেয়।

তিনি আজ এক বিবৃতিতে বলেন, প্রাথমিক অনুসন্ধান অনুসারে শিশুটিকে পূর্ণ সুস্থ এবং স্থিতিশীল অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় তার ওজন ছিল ২ কেজি ১৩৫ গ্রাম। ধারণা করা হচ্ছে, তার বয়স এক সপ্তাহেরও কম। শিশুটির নাভির সঙ্গে এখনও মায়ের কর্ডের বাড়তি অংশ সংযুক্ত রয়েছে।

আরও জানা গেছে, এক পথচারী শিশুটির খোঁজ পান। পরে লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য তানজং কারাং হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। 

এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩১৭ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। দোষীকে গ্রেপ্তার সম্ভব হলে শিশুকে পরিত্যাগের জন্য তার কঠোর শাস্তি হতে পারে।

মামলার তদন্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটতম থানায় আসতে অথবা তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সিটি মাজলিয়াহ আজিজির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তারা।

Read Entire Article