মালয়েশিয়ায় শিক্ষার্থী শ্রমিক এতিমদের নিয়ে মাইশা গ্রুপের ইফতার

7 hours ago 4

পবিত্র রমজান উপলক্ষে মাইশা গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে প্রবাসী তথা তাদের নিজস্ব কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় এতিমদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার কুয়ালালামপুরের জালান জাম্বু আরাংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মাইশা গ্রুপের কর্মী, প্রবাসী, মসজিদের ইমাম, মাদরাসার উস্তাদ-শিক্ষক এবং কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও হেফজিয়া মাদরাসার শিক্ষার্থী ও এতিমরা অংশ নেন।

পবিত্র রমজান উপলক্ষে মাইশা গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে প্রবাসী তথা তাদের নিজস্ব কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় এতিমদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ইফতার মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রমজানের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামের আলোকে সংযম, সহমর্মিতা, কায়িক পরিশ্রম ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন, মসজিদের ইমাম ও মাদরাসার উস্তাদ-শিক্ষকরা।

প্রবাসী তথা তাদের নিজস্ব ওয়ার্কারদের কল্যাণে এমন বিশেষ ইফতার মাহফিল প্রসঙ্গে মাইশা গ্রুপের এমডি, মিন্টু এমডি ইসহাক বলেন, আমাদের কর্মীদের কল্যাণে আমরা সবসময়ই যত্নবান। প্রতি বছর রমজান উপলক্ষে প্রায় ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশি তথা স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করে থাকি। এর মাধ্যমে আমি মনে করি, সারা বছর কাজ করার পর তাদের আত্মিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষভাবে জরুরি। আর তারই অংশ হিসেবেই আমাদের এ আয়োজন।

পবিত্র রমজান উপলক্ষে মাইশা গ্রুপ অফ কোম্পানির উদ্যোগে প্রবাসী তথা তাদের নিজস্ব কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় এতিমদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ইফতার মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কোম্পানির সমৃদ্ধি এবং কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়। মাইশা গ্রুপ মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান এবং রমজানের এই পবিত্র সময়ে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

এমআরএম/জেআইএম

Read Entire Article