মালয়েশিয়া সরকারের যে কোনো কার্যক্রম, কর্মসূচি, প্রকল্প বা আনুষ্ঠানিক কার্যসম্পাদনে এখন থেকে পুরোপুরি মালয় ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারি পরিষেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই নির্দেশনা সরকারের সেই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মাধ্যমে জাতীয় ভাষা হিসেবে মালয় ভাষাকে শক্তিশালী ও মর্যাদাবান করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই নির্দেশনা আজ জারি করা সরকারি পরিষেবা বিভাগের মহাপরিচালক তানশ্রী ওয়ান আহমাদ দাহলান ওয়ান আবদুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৯ আগস্ট জারি করা একটি আগের নির্দেশনার ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে সব সরকারি অফিসে ও সরকারি সেবায় মালয় ভাষার ব্যবহার জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছিল।
নতুন এই নির্দেশনার অংশ হিসেবে একটি নীতি-নির্দেশনাও প্রণয়ন করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মালয় ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং নাম, থিম, শিরোনাম, পটভূমি, বিষয়বস্তুসহ সরকারি সেবার সব আনুষ্ঠানিক তথ্য ও যোগাযোগে সম্পূর্ণভাবে এই ভাষা ব্যবহার করতে হবে।
এছাড়া সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশনা কার্যকর করার সময় যেন সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত না হয় এবং আইনি জটিলতা সৃষ্টি না করে, সে ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাযথভাবে পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
চিঠিতে আরও জোর দিয়ে বলা হয়েছে, বিশেষ মনোযোগ দিতে হবে যেসব বিষয় জনস্বার্থ ও জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত।
এই পদক্ষেপকে মালয়েশিয়ার সরকারি প্রশাসনে জাতীয় ভাষার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এমআরএম/জেআইএম

2 hours ago
5









English (US) ·