মালয়েশিয়ায় ১৯০ অভিযানে ৩১২৮৭ অবৈধ অভিবাসী গ্রেফতার

3 weeks ago 10

মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসীদের দুঃসময়। দেশটিতে প্রতিনিয়ত চলছে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। গত ৩১ জুলাই পর্যন্ত ৮ হাজার ১৯০টি অভিযানে মোট ৩১ হাজার ২৮৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, পরিচালিত অভিযানের মধ্যে অবৈধ অভিবাসীকে নিয়োগ বা সুরক্ষা দেওয়ায় ১ হাজার ২২৫ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের মতে, এ পরিসংখ্যানের ভিত্তিতে, গড়ে প্রতিদিন ৩৯টি অভিযান পরিচালনা করে ১৪৮ জন অবৈধ অভিবাসী এবং ছয়জন নিয়োগকর্তাকে গ্রেফতার করে, যেখানে এক সপ্তাহে ২৬৪টি অভিযান পরিচালনা করে ১,০০৯ জন অভিবাসীকে গ্রেফতার করে এবং ৪০ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করে।

এছাড়া এক মাসে ১,১৭০টি অভিযান চালানো হয়েছে, যার মধ্যে ৪,৪৭০ জন অবৈধ অভিবাসী এবং ১৭৫ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দেশটির হারিয়ান মেট্রো এক প্রতিবেদনে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে লড়াই করতে এবং জনগণের মঙ্গল রক্ষা করতে সারাদেশে ধারাবাহিকভাবে প্রয়োগমূলক অভিযান জোরদার করবে।

সেখানে বলা হয়, এটি শুধু একটি পরিসংখ্যান নয়। এটি মাদানী কাঠামোর অধীনে বর্ণিত জবাবদিহি, পেশাদারত্ব এবং জাতীয় নিরাপত্তার মূল্যবোধগুলোকে সমুন্নত রাখার ক্ষেত্রে ইমিগ্রেশনের দৃঢ়তা এবং প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে।

ইমিগ্রেশন জনগণ এবং দেশের স্বার্থে সততার ভিত্তিতে প্রয়োগমূলক কার্যক্রম জোরদার এবং পরিষেবা সংস্কার ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।

এমকেআর/জেআইএম

Read Entire Article