মায়ের গায়ে হাত তোলা মানে পুরো জাতির ওপর আঘাত : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একজন মায়ের গায়ে হাত তোলা মানে শুধু একজন নারীকে আঘাত করা নয়, এটি পুরো জাতির ওপর আঘাত। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার কোনো যুক্তি থাকতে পারে না এবং তা কোনোভাবেই বরদাশত করা হবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ঈদগাহ ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, একটি রাজনৈতিক দল একদিকে নারীদের জন্য নানা সুবিধার কথা বলছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত তুলছে। যারা এখনই নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তারা ভবিষ্যতে দেশকেও নিরাপদ রাখতে পারবে না। যশোরসহ বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনের প্রতি আহ্বান জানাই— দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি প্রচারে বাধা দেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু কারও হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। জামায়াত আমির বলেন, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে জনগণের ন্যা

মায়ের গায়ে হাত তোলা মানে পুরো জাতির ওপর আঘাত : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একজন মায়ের গায়ে হাত তোলা মানে শুধু একজন নারীকে আঘাত করা নয়, এটি পুরো জাতির ওপর আঘাত। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার কোনো যুক্তি থাকতে পারে না এবং তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ঈদগাহ ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, একটি রাজনৈতিক দল একদিকে নারীদের জন্য নানা সুবিধার কথা বলছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত তুলছে। যারা এখনই নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তারা ভবিষ্যতে দেশকেও নিরাপদ রাখতে পারবে না। যশোরসহ বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনের প্রতি আহ্বান জানাই— দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি প্রচারে বাধা দেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু কারও হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই।

জামায়াত আমির বলেন, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। যশোরকে একটি আধুনিক সিটি করপোরেশনে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। জনগণের সব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশকে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। ‘হ্যাঁ’ জয়ী হলে নতুন বাংলাদেশের পথ সুগম হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে অন্যায়, চাঁদাবাজি ও মামলাবাজির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. গোলাম রছূল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow