মায়ের শারীরিক অবস্থা জানালেন অভিনেত্রী তমা মির্জা

2 hours ago 5

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মায়ের অসুস্থতার সংবাদ জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। এরপর থেকেই অনুরাগীদের মনে ছিল একটাই প্রশ্ন—কেমন আছেন তমার মা? এবার নিজেই জানালেন সেই সুখবর।

আজ রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে তমা লিখেছেন,
‘আম্মু এখন আগের তুলনায় বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ভাই-বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই যেভাবে পাশে ছিলেন, খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন—আমি সত্যিই সবার প্রতি কৃতজ্ঞ। দোয়া করবেন, যেন আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে যান।’

এর আগে ১৬ অক্টোবর হাসপাতালে ভর্তি মায়ের একটি ছবি শেয়ার করে তমা লিখেছিলেন, ‘আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।’ তার সেই পোস্টের পরই সহকর্মী শিল্পী ও ভক্তরা শুভকামনা জানাচ্ছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা সর্বশেষ অভিনয় করেছেন ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু।

আরও পড়ুন
বিয়ে করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না তমা মির্জা 
হাসপাতালে ভর্তি তমা মির্জার মা, চাইলেন দোয়া 

মায়ের শারীরিক উন্নতির খবর জানিয়ে এখন ভক্তদের ধন্যবাদে ভাসছেন এই অভিনেত্রী। সবাই প্রার্থনা করছেন—যেন তমা মির্জার মা দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

এমএমএফ/জিকেএস

Read Entire Article