মিডল্যান্ড ব্যাংক-জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই

5 months ago 13

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে। বৃহস্পতিবার (১৫ মে) এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় মিডল্যান্ড ব্যাংক প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস এই চারটি পেনশন স্কিমে গ্রাহকদের নিবন্ধন এবং চাঁদা সংগ্রহে সহায়তা করবে। এছাড়া, গ্রাহকরা ব্যাংকের নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই সহজে নিবন্ধন করতে এবং চাঁদা দিতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব জনাব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। এছাড়াও মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. আহসান-উজ-জামান, অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্ভাবনী সেবা দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করা এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কাঠামো গঠনে দেশের প্রচেষ্টাকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এএমএ/জেআইএম

Read Entire Article