মিথ্যা মামলা ও এ ধরনের মামলায় গ্রেপ্তার সমাজের সব স্তরে উদ্বেগ তৈরি করেছে। মামলায় নির্দোষ মানুষকেও আসামি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার মিথ্যা মামলা ও এ মামলায় গ্রেপ্তার থামাতে নতুন বিধান করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং জাতিসংঘের মাদক ও অপরাধ-সংক্রান্ত কার্যালয় (ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম-ইউএনওডিসি) আয়োজিত এক সংলাপে এসব কথা জানান তিনি।
সংলাপ উদ্বোধনের পর তিনটি আলাদা অধিবেশন হয়। প্রতিটি অধিবেশনের পর বিভিন্ন মন্ত্রণালয়, বিচার সংস্কার কমিশন, বার কাউন্সিল, পুলিশ, এনজিও এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।