মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

2 months ago 46

রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়িও জব্দ করা হয়।

শনিবার (১৪ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন জুলহাস (৩৭), মো.কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্ভ্রাজ মোল্লা (৩৫)। মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, দুষ্কৃতকারীরা মিরপুর সনি সিনেমা হলের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় দুজন কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার এবং পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।

কেআর/জেডএইচ/

Read Entire Article