মির্জা ফখরুলের সঙ্গে চায়না রাষ্ট্রদূতের বৈঠক

3 months ago 48

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন। 

রোববার (১৫) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

দলটির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার কালবেলাকে বলেন, বৈঠক হয়েছে বলে শুনেছি তবে আমি অফিসে ছিলাম না।

জানা গেছে, আগামী ২২ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চায়না সফরে যাচ্ছেন। সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও সিনিয়র কয়েক নেতাসহ ৮-১০ জনের একটি প্রতিনিধিদল চীন সফরে যাবে।

Read Entire Article