মিশরে টিকটকারদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ৮

1 month ago 7

মিশরীয় কর্তৃপক্ষ গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অন্তত আটজন টিকটক কনটেন্ট নির্মাতাকে গ্রেফতার করেছে। যাদের বিরুদ্ধে ‘অশালীনতা’ ও ‘সামাজিক মূল্যবোধ লঙ্ঘনের’ মতো অভিযোগ আনা হয়েছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়ে বলছে এ অভিযান মূলত অনলাইনে নারী নির্মাতাদের লক্ষ্য করে পরিচালিত একটি দমন অভিযান।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্মাতার ভিডিওতে রয়েছে অশালীন ভাষা, সামাজিক শালীনতা লঙ্ঘন এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার।

তবে মিশরের অন্যতম মানবাধিকার সংগঠন ইজিপশিয়ান ইনিশিয়েটিভ ফর পার্সোনাল রাইটস অভিযোগ করেছে, যে সরকার মূলত সমাজের কথাবার্তায় নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে।

এই গ্রেফতারের ঢেউটি শুরু হয় একটি অনলাইনে স্মিয়ার ক্যাম্পেইন ও ৩২ জন আইনজীবীর একটি অভিযোগ দায়েরের পর, যেখানে বলা হয় এই ভিডিওগুলো তরুণ সমাজের জন্য হুমকি।

ইআইপিআরের লুবনা দরবিশ জানান, এটি ২০২০ সালের পর সবচেয়ে বড় দমন অভিযান। এবারও লক্ষ্য করা হচ্ছে মূলত নিম্ন-মধ্যবিত্ত পটভূমি থেকে উঠে আসা নারী নির্মাতাদের। যারা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে অর্থ-সম্পদ অর্জন করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে দুই নির্মাতা স্বীকার করেছেন যে, তারা ভিউ বাড়িয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করতেন। এছাড়া তাদের অর্থের উৎস নিয়েও সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

সূত্র: এএফপি

এমএসএম

Read Entire Article