প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটাতে ফিরছে হাসি-ঠাট্টায় ভরপুর বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় আসছে এই কমেডি সিরিজের চতুর্থ অধ্যায় ‘মাস্তি ফোর’। ঘোষণার সঙ্গে সঙ্গেই চারদিকে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস, নস্টালজিয়ায় ভাসছে দর্শকরা। পুরোনো চরিত্র, নতুন মজা, সব মিলিয়ে এবার যেন আরও এক দফা পাগলাটে মজার ঝড় উঠতে চলেছে বলিউডে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিক্যুয়েলটিতে ফিরছে সিরিজের সেই তিন নতুন মুখ; রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেতা রিতেশ দেশমুখ। নতুন সেই পোস্টারে বিবেক ওবেরয় ও আফতাব শিবদা সানিকেও দেখা যায়।
রিতেশ তার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেই পোস্টারটির ক্যাপশনে লিখেছেন, 'উন্মাদনা যে আরও তীব্র হতে যাচ্ছে। ভারতের সবচেয়ে দুষ্টু ফ্র্যাঞ্চাইজি আপনার কাছে আসছে; শিগগিরই ট্রেইলারও বের হবে।’ জানা যায়, ছবিটি মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর।
উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় শুরু হওয়া মাস্তি সিরিজ বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল। এরপর আসে গ্র্যান্ড ‘মাস্তি’ (২০১৩) ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রায় দশ বছর পর, সেই তিন নায়ককেই নিয়ে এবার ফিরছে ‘মাস্তি ফোর’।