মুক্তির আগেই ১৫০ কোটি টাকা আয় রাম চরণের সিনেমার

3 months ago 12
‘গেম চেঞ্জার’ সিনেমায় ব্যর্থতার পর রাম চরণের ক্যারিয়ারে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আবারও রাম চরণকে নিয়ে পরিচালক বুচি বাবু সানা শুরু করছেন নতুন এক সাহসী অভিযান। শুটিং শুরু হয়েছে রেলগাড়ির গর্জনের মাঝে, অ্যাকশনে মোড়ানো দৃশ্যে। হায়দরাবাদের উত্তপ্ত সেটে চলছে শুটিং, আর সেই সঙ্গে শোনা যাচ্ছে চলচ্চিত্রটির বিশাল অঙ্কের আগাম আয়ের খবর। তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমাটি যেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন ধামাকা আনতে চলেছে।  ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওটিটি মার্কেটে ‘পেদ্দি’ ইতিহাস তৈরি করেছে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে। ১০৫-১১০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৪৮-১৫৫ কোটি টাকা) সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। তেলেগু সিনেমার মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া ডিজিটাল স্বত্বর মধ্যে এটি অন্যতম। আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তাদের পাশাপাশি এ সিনেমায় কাজ করেছেন শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মাসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ। 
Read Entire Article