মুদির দোকানে বিক্রি হচ্ছিল টিসিবির সয়াবিন তেল

2 months ago 10

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে একটি মুদি দোকান থেকে এক হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

টিসিবির পণ্য কীভাবে দোকানে এলো এবং কোন ডিলারের বরাদ্দ থেকে এই তেল সরানো হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) তানভীর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের হাই স্কুল গেট সংলগ্ন এলাকায় কাউছারের মুদি দোকানে অভিযান চালিয়ে ৭৯টি বক্সে থাকা এক হাজার ৪৪২ লিটার তেল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। এসময় বুড়িচং থানা পুলিশসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার তাকে সহযোগিতা করেন।

ইউএনও তানভীর হোসেন বলেন, সরকারি পণ্য অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তেল জব্দ করে সরকারিভাবে নিয়ম অনুযায়ী বিতরণের প্রক্রিয়া চলছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

Read Entire Article