মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কলেজে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক ছাত্রদল কর্মীসহ দুজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে ৯ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় ও কলেজ সূত্র জানায়, আওয়ামী সরকারের সময় ছাত্রলীগের মাদমুদুল হাসান তারিফ ও শাহবাজ আশিকের কর্মীরা ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করেছিলেন। রোববার দুপুরে কলেজের কয়েকটি বিভাগের ভাইভা চলছিল। এসময় তারিফ ও আশিকের পক্ষের কিছু ছাত্রলীগকর্মী ক্যাম্পাসে উপস্থিত হলে শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীরা প্রতিবাদ জানালে উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পর বহিরাগতরা এসে ছাত্রলীগের পক্ষ নয়। পরে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়।
এসময় ছাত্রদলের চার কর্মী ও ছাত্রলীগের দুজনসহ সাধারণ শিক্ষার্থীরা আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আহতরা। আহত ছাত্রদল কর্মী আল আমিন বলেন, ক্যাম্পাসে আজ ছাত্রলীগ কর্মীরা প্রবেশ করলে সবাই তার বিরোধিতা করে। এসময় ছাত্রলীগ কর্মীরা ফোন দিয়ে বহিরাগতদের ডেকে নেন। পরে বহিরাগতরা এসে ব্যাপক মারধর করেন।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস