মুন্সীগঞ্জ জেলা প্রচার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার দলের আনুষ্ঠানিক অনুমোদনে প্রচার দলের মুন্সীগঞ্জ জেলা শাখার ৬০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগের কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ আন্দোলন-কর্মসূচি বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব তৈরি মুন্সীগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. রহমত উল্লাহ্কে সভাপতি ও মো. জহির হোসেন জয়কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়াও কমিটিতে সিনিয়র সহসভাপতি শাহীন মোল্লা, সহসভাপতি ১নং আশরাফুজ্জামান বাবু, সহসভাপতি এম কাইয়ুম, সহসভাপতি নাজমুল হাসান মাঝী, সহসভাপতি মো. জহুরুল ইসলাম, সহসভাপতি হোসাইন মোহাম্মদ জাকির, সহসভাপতি মোহাম্মদ সোহাগ সাইফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) পলাশ আহমেদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান খান, যুগ্ম সা
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার দলের আনুষ্ঠানিক অনুমোদনে প্রচার দলের মুন্সীগঞ্জ জেলা শাখার ৬০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগের কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ আন্দোলন-কর্মসূচি বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব তৈরি মুন্সীগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মো. রহমত উল্লাহ্কে সভাপতি ও মো. জহির হোসেন জয়কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়াও কমিটিতে সিনিয়র সহসভাপতি শাহীন মোল্লা, সহসভাপতি ১নং আশরাফুজ্জামান বাবু, সহসভাপতি এম কাইয়ুম, সহসভাপতি নাজমুল হাসান মাঝী, সহসভাপতি মো. জহুরুল ইসলাম, সহসভাপতি হোসাইন মোহাম্মদ জাকির, সহসভাপতি মোহাম্মদ সোহাগ সাইফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) পলাশ আহমেদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ আহমেদ রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরকে জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, সাজীবুল ইসলাম সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বেপারী, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলার নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এ কমিটির নেতারা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে মুন্সীগঞ্জ জেলা প্রচার দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
What's Your Reaction?