মুয়াজ্জিনকে মারধর, মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপির সেই নেতা

5 hours ago 6

মুয়াজ্জিনকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল থানা জামে মসজিদ কমিটি এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃত ওই নেতা হলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরী।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মসজিদ কমিটির জরুরি বৈঠকে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার জোহর নামাজের পর মসজিদের ভেতরে মুয়াজ্জিন আব্দুল লতিফকে মারধর ও বিভিন্নভাবে লাঞ্ছিত করেন জয়নাল চৌধুরী। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসল্লি, ইমাম সংগঠন ও সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে মঙ্গলবার মুুসল্লিদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন জয়নাল চৌধুরী। এতেও কাজ না হলে জরুরি বৈঠক ডাকে মসজিদ কমিটি। পরে সবার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কমিটি থেকে তাকে বহিষ্কার করা হ।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মো. মহসিন মিয়া মধু, মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপদেষ্টা মো. ইয়াকুব আলী ও নুরে আলম সিদ্দিকী, খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীসহ কমিটির অন্য সদস্যরা।

ওমর ফারুক নাঈম/কেএইচকে/এএসএম

Read Entire Article