মুহুরি নদীর পানি বিপৎসীমার উপরে প্রবাহিতের শঙ্কা

2 months ago 6
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ফেনীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে ফেনীসহ ছয়টি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবার (২৯ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুদিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরি ও ফেনী নদীর পানি সমতল বাড়তে পারে। এসময় মুহুরি নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে।  ফেনী জেলার মুহুরি নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। পরবর্তী একদিনে নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে মুহুরি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নদীর পানি বিপৎসীমার ৬.৫৮ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে।  ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত জেলায় ৩৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে ৩০ ও ৩১ জুন। এছাড়া পরশুরাম ও ফুলগাজি উপজেলার মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় জরুরি সভাসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন। জেলা প্রশাসক স্থানীয়দেরকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।  জেলা প্রশাসক আরও জানান, গত বছরের ভয়াবহ বন্যায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোবাইল অপারেটরদের সঙ্গে সভা করে তাদেরকে মোবাইল নেটওয়ার্ক সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
Read Entire Article