মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পোস্ট, কী জানিয়েছিলেন আসরানি?

8 hours ago 5

দীপাবলির রোশনাইয়ে প্রাণময় আলোর মাঝেই অনুপ্রেরণার শেষবার্তা শেয়ার করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে হাসপাতাল থেকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপি দিওয়ালি’ পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। কে জানত, সেই কয়েক ঘণ্টার মধ্যেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবেন তিনি।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের শয্যায় শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। সন্ধ্যার মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, আসরানি চাইতেন, তার শেষযাত্রা যেন কোনো তারকাসুলভ অনুষ্ঠান বা হই-হট্টগোলের মধ্য দিয়ে না যায়। তিনি নিজের স্ত্রী মঞ্জুকে মৃত্যুর আগে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন ‘পৃথিবী থেকে নীরবে বিদায় নিতে চাই। আমজনতা আমাকে একজন সাধারণ মানুষ হিসেবেই মনে রাখুক।’ সেই ইচ্ছার সম্মান রেখে, শেষকৃত্য সম্পূর্ণভাবে গোপনীয়ভাবে সম্পন্ন হয়।

আসরানির প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে শোকের ঢেউ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলের মাধ্যমে শোক প্রকাশ করেন। এছাড়াও অভিনেতা অনুপম খের, অক্ষয় কুমার প্রমুখ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

Read Entire Article