মৃত্যুর পাঁচ বছর পর এলো এন্ড্রু কিশোরের নতুন গান

3 months ago 56

প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের নতুন একটি গান প্রকাশ পেয়েছে। প্লেব্যাক সম্রাটের মৃত্যুর পাঁচ বছর পর এলো তার নতুন গান। মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা ‘সংঘাত’-এর জন্য গানটি রেকর্ড করা হয়েছিল ২০১৬ সালে। আট বছর পর সেই গান এসেছে দর্শক-শ্রোতার সামনে।

‘আরও আগে কেন দেখা হলো না’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এন্ড্রু কিশোরের সঙ্গে গানটিতে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যান্সি।

পরিচালক মোহাম্মদ আসলাম জানান, ‘২০১৬ সালের দিকে গানটি রেকর্ড করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সিনেমার কাজ থমকে যায়। অবশেষে সব জট কাটিয়ে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সংঘাত। প্রচারণার শুরুতেই আমরা এন্ড্রু দাদার গানটি প্রকাশ করলাম।’

রোমান্টিক ঘরানার এই গানটির ভিডিওতে দেখা গেছে অভিনেতা অভি ও সুবহাকে। এটি সম্প্রতি সিডি প্লাস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

বাংলাদেশের প্লেব্যাক জগতের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন এন্ড্রু কিশোর। ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের ৬ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। তিনি সিনেমার জন্য গেয়েছেন প্রায় ১৫ হাজারেরও বেশি গান।

তারমধ্যে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’- এমন অসংখ্য কালজয়ী গান দিয়ে তিনি জয় করে নিয়েছেন কোটি হৃদয়।

এলআইএ/এমএস

Read Entire Article