মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ অবারিত : মুশফিকুল ফজল

2 weeks ago 12

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির অবারিত সুযোগ রয়েছে উল্লেখ করে সিনিয়র সচিব মর্যাদায় মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে। যেটি আরও বহুগুণ বাড়ানো সম্ভব।

সোমবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক চা চক্রে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শুধু সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু হলে এখনই ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু করা। যেটি এখন ভারত হয়ে সম্পাদিত হচ্ছে।

সাংবাদিক থেকে কূটনীতিক সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়া মুশফিকুল ফজল বলেন, প্রথমে ভেবেছিলাম মেক্সিকো গিয়ে কি করবে? কিন্তু পরে যখন জানলাম এবং বুঝলাম তখন মনে হলো মেক্সিকোতেও দেশকে উপস্থাপন করার অনেক কিছু করার আছে। কাজের বিশাল পরিধি আছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‌‌‘থ্রি জিরো’ তত্ত্বের বিশাল ক্যাম্পেইন আছে। উনার সোশ্যাল বিজনেস সেখানে আছে।
 
ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পারাটা গর্বের উল্লেখ করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া আনসারী মনে করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। আমার ওপর যে আস্থা উনি রেখেছেন সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে চেষ্টা করব।

যারা বিশেষ করে কূটনীতিতে আছেন তাদের সক্ষমতা যদি চর্চা করতে চান তাহলে তাদের কিছুটা স্বাধীনতারও প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন আনসারী।

Read Entire Article