মেঘনায় লাইটার জাহাজে মিললো ১৬ লাখ মিটার কারেন্টজাল

2 months ago 29

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ নভেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ থেকে বরিশালগামী ১টি লাইটার জাহাজের গতিবিধি সন্দেহের মনে হলে আভিযানিক দল কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে লাইটার জাহাজটি তল্লাশি করে আনুমানিক ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ কারেন্ট জাল চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শরীফুল ইসলাম/এফএ/জেআইএম

Read Entire Article