মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

3 hours ago 4

বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের ঘরের ছেলে হয়ে উঠেছেন পাকিস্তানের হারিস রউফ। ২০১৯ সাল থেকে এই দলটির নিয়মিত মুখ তিনি। ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে এখন পর্যন্ত ২২ ম্যাচে তার শিকার ৩৬ উইকেট। বিগ ব্যাশের মতো বিপিএলেরও পরিচিতি মুখ এই হারিস রউফ, খেলেছেন রংপুর রাইডার্সের জার্সিতে। 

এবার পাক এই ক্রিকেটারের অবদান স্বীকার করে এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি সম্মান জানিয়ে বিগ ব্যাশের আগামী আসরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ‘হাউজ অব রউফ’ নামের একটি স্ট্যান্ড বরাদ্দ রাখতে যাচ্ছে দলটি।

মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবটও খুশি এই উদ্যোগে। তিনি আশা করেন, পাকিস্তানি সমর্থকরা এতে অনুপ্রাণিত হয়ে আরও বেশি করে বিগ ব্যাশের ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে আসবে। 

বিগ ব্যাশে নিজের প্রথম আসরে (২০১৯-২০) হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে ২৭ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন রউফ। এটিই স্বীকৃতি টি-টোয়েন্টিতে রউফের ক্যারিয়ার সেরা বোলিং। সেই আসরেই সিডনি থান্ডারের বিপক্ষে হ্যাটট্রিকও অর্জন করেন, যা এখন পর্যন্ত তার একমাত্র হ্যাটট্রিক।

বিগ ব্যাশের এবারের আসরের পর্দা উঠছে ১৪ ডিসেম্বর থেকে। হারিস রউফের দল মেলবোর্ন স্টার্স নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১৮ ডিসেম্বর।

Read Entire Article