মেসিকে টপকে গেলেন রোনালদো

ফুটবলের দুই বড় নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির লড়াই যেমন মাঠে শেষ হয় না, তেমনি অর্থের মঞ্চেও সেই দ্বন্দ্ব অব্যাহত। তবে ২০২৫ সালে এই লড়াইয়ে স্পষ্ট জয় পর্তুগিজ সুপারস্টারের। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় আবারও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন রোনালদো, আর মেসিকে ঠেলে দিয়েছেন তৃতীয় স্থানে। খ্যাতনামা স্পোর্টস বিজনেস পোর্টাল স্পোর্টিকোর তথ্য অনুযায়ী, সৌদি ক্লাব আল-নাসরের ফরোয়ার্ড রোনালদো গত এক বছরে আয় করেছেন ২৬০ মিলিয়ন ডলার—যার মধ্যে ২০০ মিলিয়ন ডলার বেতন এবং ৬০ মিলিয়ন ডলার স্পনসরশিপ ও ব্যক্তিগত ব্যবসা থেকে এসেছে। টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ তিনি। রোনালদোর পর দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল ‘ক্যানেলো’ আলভারেজ, যার আয় আনুমানিক ১৩৭ মিলিয়ন ডলার। টেরেন্স ক্রফোর্ডের কাছে সাম্প্রতিক পরাজয় সত্ত্বেও অর্থের তালিকায় তিনি শক্ত অবস্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসি ২০২৫ সালে আয় করেছেন ১৩০ মিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ৭০ মিলিয়ন ডলার এসেছে স্পনসরশিপ ও বাণিজ্যিক চুক্তি থেকে। ইন্টার মায়ামির হয়ে সাফল্য ও আর্জেন্টিনার জার্সিতে তার প্রভাব ত

মেসিকে টপকে গেলেন রোনালদো
ফুটবলের দুই বড় নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির লড়াই যেমন মাঠে শেষ হয় না, তেমনি অর্থের মঞ্চেও সেই দ্বন্দ্ব অব্যাহত। তবে ২০২৫ সালে এই লড়াইয়ে স্পষ্ট জয় পর্তুগিজ সুপারস্টারের। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় আবারও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন রোনালদো, আর মেসিকে ঠেলে দিয়েছেন তৃতীয় স্থানে। খ্যাতনামা স্পোর্টস বিজনেস পোর্টাল স্পোর্টিকোর তথ্য অনুযায়ী, সৌদি ক্লাব আল-নাসরের ফরোয়ার্ড রোনালদো গত এক বছরে আয় করেছেন ২৬০ মিলিয়ন ডলার—যার মধ্যে ২০০ মিলিয়ন ডলার বেতন এবং ৬০ মিলিয়ন ডলার স্পনসরশিপ ও ব্যক্তিগত ব্যবসা থেকে এসেছে। টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ তিনি। রোনালদোর পর দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল ‘ক্যানেলো’ আলভারেজ, যার আয় আনুমানিক ১৩৭ মিলিয়ন ডলার। টেরেন্স ক্রফোর্ডের কাছে সাম্প্রতিক পরাজয় সত্ত্বেও অর্থের তালিকায় তিনি শক্ত অবস্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসি ২০২৫ সালে আয় করেছেন ১৩০ মিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ৭০ মিলিয়ন ডলার এসেছে স্পনসরশিপ ও বাণিজ্যিক চুক্তি থেকে। ইন্টার মায়ামির হয়ে সাফল্য ও আর্জেন্টিনার জার্সিতে তার প্রভাব তাকে বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করেছে। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন— হুয়ান সোটো (বেসবল, নিউইয়র্ক মেটস) — ১২৯.২ মিলিয়ন ডলার লেব্রন জেমস (বাস্কেটবল, লস অ্যাঞ্জেলেস লেকার্স) — ১২৮.৭ মিলিয়ন ডলার ফুটবল থেকে রোনালদো ও মেসি ছাড়াও শীর্ষ দশে আছেন ফরাসি তারকা করিম বেনজেমা—সৌদি ক্লাব আল-ইত্তিহাদের ফরোয়ার্ড, যিনি ১১৫ মিলিয়ন ডলার আয় করে ষষ্ঠ স্থানে রয়েছেন। ২০২৫ সালের সবচেয়ে বেশি আয় করা ১০ ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, ফুটবল) — ২৬০ মিলিয়ন ডলার ক্যানেলো আলভারেজ (মেক্সিকো, বক্সিং) — ১৩৭ মিলিয়ন ডলার লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল) — ১৩০ মিলিয়ন ডলার হুয়ান সোটো (ডোমিনিকান রিপাবলিক, বেসবল) — ১২৯.২ মিলিয়ন ডলার লেব্রন জেমস (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১২৮.৭ মিলিয়ন ডলার করিম বেনজেমা (ফ্রান্স, ফুটবল) — ১১৫ মিলিয়ন ডলার স্টিফেন কারি (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১০৫.৪ মিলিয়ন ডলার শোহেই ওতানি (জাপান, বেসবল) — ১০২.৫ মিলিয়ন ডলার কেভিন ডুরান্ট (যুক্তরাষ্ট্র, বাস্কেটবল) — ১০০.৮ মিলিয়ন ডলার জন রাহম (স্পেন, গলফ) — ১০০.৭ মিলিয়ন ডলার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow