মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

ভারতের ফুটবল ভক্তদের জন্য আরও এক দারুণ খবর—লিওনেল মেসি তার বহুল প্রতীক্ষিত ‘GOAT ট্যুর’-এ নতুন গন্তব্য হিসেবে হায়দরাবাদকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। আগে থেকেই কলকাতা, মুম্বাই ও দিল্লির নাম নিশ্চিত ছিল; এবার দক্ষিণ ভারতের সমর্থকদের অপেক্ষায় বাড়তি উত্তেজনা যোগ করলেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসি নিজের সামাজিত মাধ্যমে পোস্টে ভারতীয় সমর্থকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন—“ভারত থেকে ভালোবাসার জন্য ধন্যবাদ! কয়েক সপ্তাহ পরই শুরু হচ্ছে GOAT ট্যুর। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, কলকাতা, মুম্বাই ও দিল্লির সঙ্গে হায়দরাবাদকেও যুক্ত করা হয়েছে। দেখা হবে শিগগিরই, ভারত!” এ ঘোষণার মধ্য দিয়ে চারটি প্রধান মহানগরীজুড়ে ছড়িয়ে গেল ট্যুরের সাজানো পথচিত্র— ১৩ ডিসেম্বর: প্রথমে কলকাতায় জমকালো আয়োজনে অংশ নেওয়ার পর একই সন্ধ্যায় মেসি পৌঁছাবেন হায়দরাবাদে। সেখানে আয়োজন করা হবে একটি ছোট ফুটবল ম্যাচ, প্রশিক্ষণ সেশন, সঙ্গীতানুষ্ঠান এবং সম্মাননা অনুষ্ঠান। ১৪ ডিসেম্বর: মুম্বাই ১৫ ডিসেম্বর: দিল্লিতে ট্যুরের শেষ পর্ব হায়দরাবাদ যুক্ত হওয়ায় GOAT ট্যুর এবার সত্যিকার অর্থে পূর্ব (কলকাতা), দক্ষিণ (হা

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর
ভারতের ফুটবল ভক্তদের জন্য আরও এক দারুণ খবর—লিওনেল মেসি তার বহুল প্রতীক্ষিত ‘GOAT ট্যুর’-এ নতুন গন্তব্য হিসেবে হায়দরাবাদকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। আগে থেকেই কলকাতা, মুম্বাই ও দিল্লির নাম নিশ্চিত ছিল; এবার দক্ষিণ ভারতের সমর্থকদের অপেক্ষায় বাড়তি উত্তেজনা যোগ করলেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসি নিজের সামাজিত মাধ্যমে পোস্টে ভারতীয় সমর্থকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন—“ভারত থেকে ভালোবাসার জন্য ধন্যবাদ! কয়েক সপ্তাহ পরই শুরু হচ্ছে GOAT ট্যুর। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, কলকাতা, মুম্বাই ও দিল্লির সঙ্গে হায়দরাবাদকেও যুক্ত করা হয়েছে। দেখা হবে শিগগিরই, ভারত!” এ ঘোষণার মধ্য দিয়ে চারটি প্রধান মহানগরীজুড়ে ছড়িয়ে গেল ট্যুরের সাজানো পথচিত্র— ১৩ ডিসেম্বর: প্রথমে কলকাতায় জমকালো আয়োজনে অংশ নেওয়ার পর একই সন্ধ্যায় মেসি পৌঁছাবেন হায়দরাবাদে। সেখানে আয়োজন করা হবে একটি ছোট ফুটবল ম্যাচ, প্রশিক্ষণ সেশন, সঙ্গীতানুষ্ঠান এবং সম্মাননা অনুষ্ঠান। ১৪ ডিসেম্বর: মুম্বাই ১৫ ডিসেম্বর: দিল্লিতে ট্যুরের শেষ পর্ব হায়দরাবাদ যুক্ত হওয়ায় GOAT ট্যুর এবার সত্যিকার অর্থে পূর্ব (কলকাতা), দক্ষিণ (হায়দরাবাদ), পশ্চিম (মুম্বাই) ও উত্তর (দিল্লি)—চার দিকেই সমানভাবে ছড়িয়ে পড়লো। ভারতে মেসির আগমনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টিকিট, ভেন্যু প্রস্তুতি থেকে শুরু করে স্থানীয় ক্রীড়া মহল—সবার নজর এখন ডিসেম্বরের প্রতিটি তারিখে। বিশেষ করে দক্ষিণ ভারতের সমর্থকদের কাছে এ ঘোষণা নিঃসন্দেহে বড়সড় উৎসবের উপলক্ষ। মেসির GOAT ট্যুর—ভারতের ফুটবলপ্রেমীরা যাকে শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক প্রজন্মের ফুটবল স্মৃতি হয়ে রাখবেন—তারই দৃশ্যমান কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow