মেসির রেকর্ড ভাঙতে পারলেন না টেলর সুইফট

3 hours ago 2
পপসম্রাজ্ঞী টেলর সুইফট বিয়ে করতে যাচ্ছেন এনএফএল তারকা ট্র্যাভিস কেলসিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে যুগল নিজেরাই ঘোষণা দিয়েছেন এই সুখবর। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে এমনকি তার এই বাগদানের ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দেয়। তবে তার সেই পোস্ট যতই আলোড়ন তুলুক না কেন, এক বিশ্ব রেকর্ডের সামনে থমকে দাঁড়াতে হলো টেলরকে—আর তা লিওনেল মেসিরই। টেলরের বাগদানের পোস্ট ইনস্টাগ্রামে লাখো মানুষের ভালোবাসা কুড়ালেও মেসির বিশ্বকাপ-জয়ের ছবির সঙ্গে পাল্লা দিতে পারেনি। ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি হাতে মেসির ছবিটি মাত্র ৪০ মিনিটে ১ কোটি লাইক ছুঁয়ে ফেলে। টেলরের বাগদানের ছবির সেই সংখ্যায় পৌঁছাতে লেগেছে এক ঘণ্টা তিন মিনিট। বর্তমানে মেসির সেই ছবির ইন্টারঅ্যাকশন ৭ কোটি ৪০ লাখেরও বেশি, আর টেলরের পোস্ট প্রকাশের তিন ঘণ্টা পরেও লাইক দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৫০ লাখে। যদিও সম্ভাবনা আছে মেসির ছবির মোট লাইক ছুঁয়ে ফেলার তবে তা বেশ ক্ষীণই বলা চলে। এদিকে গত দুই বছরের সম্পর্কে থাকা সুইফট-কেলসে জুটি ভিন্ন ভুবনের হলেও একে অপরের প্রেমে বাঁধা পড়েছেন অটুটভাবে। টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এ গত বছর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন মেসি ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এমনকি ২০২৩ সালে আর্জেন্টিনায় কনসার্ট করতে গিয়ে বুয়েনস আইরেসে প্রথমবারের মতো প্রকাশ্যে কেলসের সঙ্গে চুম্বন বিনিময় করেছিলেন টেলর—যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান নিঃসন্দেহে তারকাখচিত মুহূর্ত। তবে সোশ্যাল মিডিয়ায় মেসির বিশ্বকাপ জয়ের সেই পোস্ট যে এখনো সেরা—তা আরও একবার প্রমাণিত হলো এই প্রতিযোগিতায়।
Read Entire Article