মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখায় মিষ্টি দোকানিকে জরিমানা

4 hours ago 2

চুয়াডাঙ্গার দামুড়হুদারে মেয়াদোত্তীর্ণ মিষ্টি সামগ্রী রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর হাউলী বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘মিষ্টি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামুল ইসলাম ও পুলিশের একটি টিম।

অভিযান শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার সাদমান ট্রেডার্সে বিভিন্ন বিষয় তদারকি করেন ভোক্তা অধিকার কর্মকর্তারা।

হুসাইন মালিক/কেএইচকে/জিকেএস

Read Entire Article