মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

8 hours ago 2

মেয়োনিজ না পাওয়ায় পুরো ক্যাফেতেই আগুন ধরিয়ে দিলেন এক বৃদ্ধ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনের লাস পিলাসিওস শহরে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ৫০ বছর বয়সী ওই বৃদ্ধ ক্যাফেতে গিয়ে দুবার মেয়োনিজ চান। কিন্তু কর্মীরা জানান, তাদের কাছে মেয়োনিজ নেই। এতেই রাগে ফেটে পড়েন তিনি।

পরে বাইরে গিয়ে নিকটস্থ একটি ফুয়েল স্টেশন থেকে পেট্রল নিয়ে আসেন ওই ব্যক্তি। এরপর সেটি ক্যাফের ভেতরে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ক্যাফের ভেতরে থাকা লোকেরা দৌড়ে বাইরে চলে আসেন। পরে কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

 এ ঘটনায় আহত হয়েছেন ওই বৃদ্ধও। তার হাত ঝলসে গেছে বলে জানা গেছে। তবে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হননি। 

ক্যাফেটির মালিক বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য ও অযৌক্তিক ঘটনা। একজন গ্রাহক শুধু মেয়োনিজ না পেয়ে এভাবে আচরণ করতে পারেন, তা কল্পনাও করা যায় না।’

তাদের দাবি, আগুনের ঘটনায় প্রায় সাত হাজার ইউরোর মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

Read Entire Article