মোটরসাইকেলে ভারতীয় সেনাদের ব্যতিক্রমী কসরত

ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হাড় কাঁপানো শীতে যখন সাধারণ মানুষের লেপের তলায় ওমে থাকার কথা, তখন রাজপথে চলছে এক অবিশ্বাস্য লড়াই। কনকনে হিমেল হাওয়ায় যখন হাতের আঙুল জমে যাওয়ার জোগাড়, ঠিক তখনই বিকট শব্দে গর্জে উঠল শক্তিশালী এককটি মোটরবাইক। কুয়াশার বুক চিরে অকুতোভয় একদল মানুষের এই দুঃসাহসী অভিযাত্রা দেখে থমকে দাঁড়াতে বাধ্য হবে যে কেউ। এই দৃশ্য ভারতের রাজধানী দিল্লির আইকনিক কর্তব্য পথের। সামনেই দেশটির ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আর সেই কুচকাওয়াজের চূড়ান্ত মহড়ায় নেমেছে ভারতীয় সেনাবাহিনীর কিংবদন্তি ডেয়ারডেভিলস মোটরসাইকেল রাইডার টিম। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বাইকের লোহার বডি বরফের মতো ঠান্ডা, তখন সেই চলন্ত বাইকের ওপরই অবলীলায় বিস্ময়কর মানব মিনার ও নানা শারীরিক কসরত প্রদর্শন করছেন জওয়ানরা। রয়েল এনফিল্ড বুলেট নিয়ে তাদের এই রুদ্ধশ্বাস নৈপুণ্য দেখে মুগ্ধ সেখানে উপস্থিত দর্শনার্থীরা। হিতি শর্মার মতো অনেক তরুণী এই হাড়কাঁপানো শীত উপেক্ষা করে কেবল দেশপ্রেমের টানে ছুটে এসেছেন এই মহড়া দেখতে। এবারের আয়োজনের বিশেষত্ব হলো ভারতের জাতীয় সংগীত বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপন, যা প্যারেডজুড়ে এক ভ

মোটরসাইকেলে ভারতীয় সেনাদের ব্যতিক্রমী কসরত

ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হাড় কাঁপানো শীতে যখন সাধারণ মানুষের লেপের তলায় ওমে থাকার কথা, তখন রাজপথে চলছে এক অবিশ্বাস্য লড়াই। কনকনে হিমেল হাওয়ায় যখন হাতের আঙুল জমে যাওয়ার জোগাড়, ঠিক তখনই বিকট শব্দে গর্জে উঠল শক্তিশালী এককটি মোটরবাইক।

কুয়াশার বুক চিরে অকুতোভয় একদল মানুষের এই দুঃসাহসী অভিযাত্রা দেখে থমকে দাঁড়াতে বাধ্য হবে যে কেউ। এই দৃশ্য ভারতের রাজধানী দিল্লির আইকনিক কর্তব্য পথের। সামনেই দেশটির ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আর সেই কুচকাওয়াজের চূড়ান্ত মহড়ায় নেমেছে ভারতীয় সেনাবাহিনীর কিংবদন্তি ডেয়ারডেভিলস মোটরসাইকেল রাইডার টিম।

৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বাইকের লোহার বডি বরফের মতো ঠান্ডা, তখন সেই চলন্ত বাইকের ওপরই অবলীলায় বিস্ময়কর মানব মিনার ও নানা শারীরিক কসরত প্রদর্শন করছেন জওয়ানরা।

রয়েল এনফিল্ড বুলেট নিয়ে তাদের এই রুদ্ধশ্বাস নৈপুণ্য দেখে মুগ্ধ সেখানে উপস্থিত দর্শনার্থীরা। হিতি শর্মার মতো অনেক তরুণী এই হাড়কাঁপানো শীত উপেক্ষা করে কেবল দেশপ্রেমের টানে ছুটে এসেছেন এই মহড়া দেখতে। এবারের আয়োজনের বিশেষত্ব হলো ভারতের জাতীয় সংগীত বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপন, যা প্যারেডজুড়ে এক ভিন্ন মাত্রা যোগ করবে। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লিতে এই দুর্ধর্ষ মহড়া আরও একবার দেশটির সামরিক শক্তি ও শৃঙ্খলার অনন্য নজির তুলে ধরল।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow