মোবাইল চার্জ দেওয়ার সঠিক সময় কখন?

2 days ago 9

দিন দিন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু ব্যবহার করা জানলেও মোবাইল চার্জ করার সঠিক নিয়ম ও সময় জানেন না অনেকে। ভুল চার্জিংয়ের কারণে আপনার মোবাইলের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি তার সঠিক যত্ন নেওয়াও জরুরি। তাই নিয়ম করে প্রায় প্রতিদিনই ফোনে চার্জ দিতে হয়।

একটু চার্জ শেষে হলেই আবার চার্জে বসাচ্ছেন। মনে প্রশ্ন আসতে পারে, ঘনঘন ফোন চার্জে বসালে কি ব্যাটারির ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে ফোন চার্জে বসানো নিয়ে বিভ্রান্তিতে পরেন ব্যবহারকারী। জেনে নিন ফোনে কত শতাংশ চার্জ থাকলে মোবাইল ব্যাটারি চার্জ দেবেন।

সারাদিন ফোন ব্যবহার করলে সব সময় ফুল চার্জ করে রাখতে হবে এমন নয়। ফোনটি সঠিকভাবে চার্জ করার একটি নির্দিষ্ট উপায় রয়েছে। আপনি যদি ফোন সঠিকভাবে চার্জ করেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি লাইফ ভালো থাকবে। মোবাইল ফোন ১০০ শতাংশ পুরো চার্জ করলে ভালোভাবে কাজ করা যায়। এর ফলে ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে, বিষয়টি তা নয়। বিশেষজ্ঞরা বলেন, ফোনের মাত্র ৮০-৯০ শতাংশ চার্জ করা উচিত। পুরো ব্যাটারি চার্জ করা স্মার্টফোন লাইফের জন্য ভালো নয়। তাই ফোনটি ১০০ শতাংশ চার্জ করবেন না।

আবার কেউ কেউ ফোন পুরোপুরি ডিসচার্জ হওয়ার পর চার্জ করেন, এটাও ঠিক না। ফোনের ব্যাটারি ২০ শতাংশে গেলেই চার্জে রাখা উচিত। এই ক্ষেত্রে মনে রাখবেন আপনার মোবাইল যদি ২০ শতাংশ চার্জে পৌঁছে যায়, তখনই আপনি চার্জ করতে পারেন। মনে রাখবেন, ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাটারি ফোনের জন্য ভালো।

Read Entire Article