মোবাইলে জানা যাবে সারা দেশের বাজার দর

2 months ago 5

এখন থেকে মোবাইল ফোনেই জানা যাবে সারা দেশের খুচরা বাজার দর। সোমবার (২৩ জুন) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান ‘বাজারদর’ শীর্ষক এ মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় বসে জানা যাবে দেশের ৬৪টি জেলার খুচরা বাজারে পণ্যের সর্বোচ্চ দর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদার ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপটি তৈরি করে দিয়েছে ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি।

অ্যাপটির নির্মাতা ইব্রাহিম মোল্লা জানান, পণ্য বাজারে দাম নিয়ে কারসাজি বন্ধে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবে বাজারদর অ্যাপ। এতে করে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের ন্যায্য দাম ভোক্তার জন্য নিশ্চিত করা সহজ হবে।

যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই ডাউনলোড করা যাবে বাজারদর অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে বাজারদর অ্যাপে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অ্যাপে প্রতিদিনের খুচরা বাজার দরের তথ্য সরবরাহ করবে সংস্থাটি।

এ সময় মহাপরিচালক আলীম আখতার খান বলেন, পণ্য প্রকৃত সর্বোচ্চ দাম ভোক্তার জানা থাকলে ধীরে ধীরে এ সংক্রান্ত প্রতারণা কমে আসবে।

এনএইচ/এসএনআর/এএসএম

Read Entire Article