মোস্তফা জামাল হায়দারের সুস্থতায় দোয়া চাইলেন রাশেদ প্রধান

2 months ago 8
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর খিলগাঁওয়ের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে ছুটে যান ১২ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি তার চিকিৎসার খোঁজখরব নেন। এ সময় বর্ষীয়ান এই রাজনীতিবিদের দ্রুত পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান জাগপার এই নেতা। রাশেদ প্রধান বলেন, ’৬৯-এর গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রামের সোনালি ইতিহাসে যার নাম জড়িত, বাংলাদেশের জনগণকে ফ্যাসিস্টমুক্ত করতে গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি রাজপথে ১২ দল ও জাতীয় পার্টিকে (জাফর) নেতৃত্ব দিয়েছেন, সেই মোস্তফা জামাল হায়দারের আন্দোলনের ফসল আজকের বৈষম্যহীন ও ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ। তিনি আরও বলেন, আমাদের এবং নতুন প্রজন্মের অভিভাবক হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ মোস্তফা জামাল হায়দারের আমাদের মাঝে আরও বহু বছর বেঁচে থাকা প্রয়োজন। আমরা মহান আল্লাহর কাছে তার পরিপূর্ণ দ্রুত সুস্থতা কামনা করছি।
Read Entire Article