মৌলভীবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, সরবরাহ বন্ধ

3 months ago 12

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপকেন্দ্রের ভেতরে পানি প্রবেশ করেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানানো হয়।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জুড়ী নদীর পানি বিপৎসীমার ১৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজারের মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে।

জুড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক ইঞ্জিনিয়ার কবির আহমদ বলেন, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে পানি উঠে যায়। এরপর থেকে সরবরাহ বন্ধ রয়েছে। পানি না কমায় আমরা বিকল্প উপায়ে কুলাউড়া থেকে লাইন চালু করতে যাচ্ছি। আজকেই এই লাইন চালু হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পুরো উপজেলার গ্রাহকরা সেবা পাচ্ছেন না। উপজেলা অফিসও অন্ধকারে রয়েছে।

তিনি বলেন, গতকাল হঠাৎ লাইন চলে যায়। এরপর থেকে আমরা কাজ করে যাচ্ছি বিদ্যুৎ সরবরাহ করার।

এদিকে জুড়ী উপজেলার ফুলতলা রোড, মোকামবাড়ি রোড, জুড়ী-গোয়ালবাড়ী রোডের কলেজ রোড ও নয়াবাজার এলাকার কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এএসএম

Read Entire Article