ম্যাচ চলাকালে মাঠেই প্রাণ হারালেন খেলোয়াড়

16 hours ago 5

মর্মান্তিক এক ঘটনা ঘটেছে পাকিস্তানে। ম্যাচ চলাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ন ম্যান্ডিওয়ালা। এই ঘটনার এক ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে। কাবাডি খেলোয়াড়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম। 

পাকিস্তানের ভেহারিতে খেলার সময়ই হঠাৎ করে পড়ে যান ম্যান্ডিওয়ালা। উপস্থিত খেলোয়াড়সহ স্টাফরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও তা কাজে আসেনি। ম্যান্ডিওয়ালার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাবাডি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে। খেলাটির প্রতি নিবেদন ও ভালোবাসার জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। 

এ ঘটনায় পাকিস্তান কাবাডি ফেডারেশনের সভাপতি শফি হুসাইন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সরওয়ার রানা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরওয়ার রানা বলেন, ‘এই দুঃখজনক ঘটনা আমাদের নজরে এসেছে। মাঠে একজন খেলোয়াড়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা দোয়া করি মহান আল্লাহতালা তার পরিবারকে ধৈর্য দান করুন। পুরো কাবাডি পরিবার  এই অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত।’
 

Read Entire Article